ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে গেমচেঞ্জার: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, এবারের নির্বাচনে ছাত্রী ভোটাররাই হবে মূল ফ্যাক্টর।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট। মেয়েরা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হন না। তাদের যুক্তিসংগত চিন্তা থাকে। স্বাধীনচেতা হয়ে ভোট দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন।”

তিনি আরও বলেন, “এবার ৪৭ শতাংশ ছাত্রী ভোটার আসলে কোথায় ভোট দিচ্ছেন, সেটির ওপরে নির্ভর করবে ডাকসুর গতিমুখ। মেয়েরা যদি গণহারে ভোট দিতে আসেন, তাহলে ভোটার অংশগ্রহণ ৩৫ হাজারের বেশি হয়ে যাবে।”

তবে ছাত্রীদের ভোটকেন্দ্রে আনা নিয়ে চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি।

উমামার ভাষায়, “অনেকেই বাসায় চলে গেছেন, কারও পরীক্ষার প্রস্তুতির ছুটি চলছে, আবার অনেককে পরিবার থেকে ফোন করে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া মেয়েদের ভোটকেন্দ্র হল থেকে দূরে রাখা হয়েছে। ফলে অনাগ্রহ বাড়তে পারে। তবে আমরা চেষ্টা করছি সবাইকে ভোট দিতে উৎসাহিত করার।”

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ভোটার রয়েছে ১৮ হাজার ৯৫৯ জন।

বিডি প্রতিদিন/আশিক

5 thoughts on “ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে গেমচেঞ্জার: উমামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *