✍️ দুর্নীতির আসল চেহারা!
দুর্নীতি শুধু অর্থের মধ্যেই সীমাবদ্ধ নয়।
এর আরও ভয়ংকর রূপ আছে—বুদ্ধিভিত্তিক দুর্নীতি।
🔹 অর্থনৈতিক দুর্নীতিতে হয়তো দুই-চারজন ব্যক্তি সাময়িক লাভবান হয়।
🔹 কিন্তু বুদ্ধিভিত্তিক দুর্নীতি—মিথ্যা প্রচার, ভুল মতবাদ, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা—একটা সম্পূর্ণ জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
👉 তাই শুধু ঘুষ বা কমিশনের বিরুদ্ধে নয়,
ভ্রান্ত চিন্তা আর মানসিক দুর্নীতির বিরুদ্ধেও আমাদের সচেতন হতে হবে।Lorem Ipsum is simply dummy text of the printing and


gttxl9